SSL সেটাপ এবং ব্যবহার করার নিয়ম

SSL সেটাপের জন্য যা জানা অতি জরুরীঃ

১. আমাদের সকল cPanel এ Domain কানেকশন দেয়ার ০-৪৮ ঘন্টার মধ্যে SSL Certificate অটোমেটিক ইন্সটল হয়ে যায়। আপনার cPanel এ SSL ইন্সটল হয়েছে কিনা তা দেখতে cPanel এ লগিন করে SSL Status এ যান।

২. cPanel এ SSL শুধু আসলেই হবে না, সেটিকে আপনার সাইটে ব্যবহার করার জন্য আপনাকে http কে অবশ্যই https:// ভার্শনে রিডাইরেক্ট করতে হবে।

 

যেমন- কেউ যদি আপনার সাইটে এইভাবে ভিজিট করে- http://yoursite.com, তাহলে এটা যেন অটোমেটিকেলি https://yoursite.com এ চলে যায়। এই কাজটি না করলে কিন্তু সিপ্যানেলে SSL থাকার পরেও আপনি এর সুবিধা ভোগ করতে পারবেন না।

 

(অধিকাংশ সময়ই ২ নং লাইনের কাজটি না করার কারনেই ক্লাইন্ট SSL থাকার পরেও এর সুবিধা পায় না)

 

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের নিয়মগুলোর আরো বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.itbari.com/ssl-certificate-in-cpanel/

 

  • এসএসএল, SSL, Auto SSL, Free SSL, অটো এসএসএল, How to setup free ssl, ssl certificate
  • 1 Users Found This Useful
這篇文章有幫助嗎?

相關文章

ওয়েবসাইট কে হ্যাক হওয়া থেকে বাচাবেন কিভাবে?

ছোট ওয়েবসাইট কি হ্যাক হয়? জি, ছোট সাইটগুলোই ইদানিং বেশি হ্যাক হচ্ছে, কারন এইগুলা হ্যাক করতে সহজ...

ওয়েবসাইটে Malware আসলে বা হ্যাক হয়ে গেলে করনীয় কি?

ওয়েবসাইট হ্যাক হলে বা মালওয়্যার অ্যাটাক হলে সেটি রিমুভ করা খুব একটা সহজ বিষয় না। তবুও কষ্টের...