SSL সেটাপের জন্য যা জানা অতি জরুরীঃ
১. আমাদের সকল cPanel এ Domain কানেকশন দেয়ার ০-৪৮ ঘন্টার মধ্যে SSL Certificate অটোমেটিক ইন্সটল হয়ে যায়। আপনার cPanel এ SSL ইন্সটল হয়েছে কিনা তা দেখতে cPanel এ লগিন করে SSL Status এ যান।
২. cPanel এ SSL শুধু আসলেই হবে না, সেটিকে আপনার সাইটে ব্যবহার করার জন্য আপনাকে http কে অবশ্যই https:// ভার্শনে রিডাইরেক্ট করতে হবে।
যেমন- কেউ যদি আপনার সাইটে এইভাবে ভিজিট করে- http://yoursite.com, তাহলে এটা যেন অটোমেটিকেলি https://yoursite.com এ চলে যায়। এই কাজটি না করলে কিন্তু সিপ্যানেলে SSL থাকার পরেও আপনি এর সুবিধা ভোগ করতে পারবেন না।
(অধিকাংশ সময়ই ২ নং লাইনের কাজটি না করার কারনেই ক্লাইন্ট SSL থাকার পরেও এর সুবিধা পায় না)
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের নিয়মগুলোর আরো বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.itbari.com/ssl-certificate-in-cpanel/