ছোট ওয়েবসাইট কি হ্যাক হয়?
জি, ছোট সাইটগুলোই ইদানিং বেশি হ্যাক হচ্ছে, কারন এইগুলা হ্যাক করতে সহজ এবং এই সাইটগুলো হ্যাক করে সহজেই এখানে পিসিং, স্প্যামিং জাতীয় ক্রাইম করা যায়। তাই ছোট সাইট হ্যাকারদের কাছে আজকাল খুবই পছন্দের জায়গা!
আমার ওয়েবসাইট হ্যাক হওয়া থেকে কিভাবে বাচাতে পারি?
নিচের কয়েকটি স্টেপ ফলো করে আপনি অনেকটাই সেইফ জোনে থাকতে পারেনঃ
- WordPress, cPanel সহ সকল জায়গায় অবশ্যই অবশ্যই কমপক্ষে ১৬ ডিজিটের এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন
- ইন্টারনেটে প্রায়ই বিভিন্ন পেইড থিম সস্তায় বা ফ্রীতে পাওয়া যায়। যেগুলো অনেকে GPL লাইসেন্স বলে বিক্রি করে। এই ধরনের থিম-প্লাগিন কোনভাবেই ব্যবহার করা যাবে না। এইগুলাতে অনেক সময় ভাইরাস থাকে যা আপনার সাইট সহজেই হ্যাক করে দিতে পারে
- অবশ্যই অবশ্যই ওয়ার্ডপ্রেস সহ সকল থিম-প্লাগিন নিয়মিত আপডেট করবেন
- অজানা অচেনা সোর্স থেকে ওয়ার্ডপ্রেস থিম/প্লাগিন ব্যবহার করাটা বিপদজনক
- WordPress এর Dashboard এর Users সেকশনে আপনি ছাড়া সন্দেহজনক কোন User আছে কিনা নিয়মিত চেক করুন
- Wordfence নামে সিকিউরিটি প্লাগিন ব্যবহার করুন
- অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের নিয়মিত ব্যাক আপ রাখুন, কিভাবে ব্যাকআপ রাখবেন জানতে এই ভিডিও দেখতে পারেন- https://www.youtube.com/watch?v=RJRIg7Ubg_w
সিকিউরিটি নিয়ে এই পদক্ষেপ গুলো নিয়মিত নিলে অনেকটাই সুরক্ষিত থাকা যায়।
আমাদের অবহেলার জন্যই অধিকাংশ সময় হ্যাকাররা আমাদের সাইট হ্যাক করার সুযোগ পায়। কাজেই সিকিউরিটির ব্যাপারে বিন্দুমাত্র অবহেলা আপনার কষ্টের ওয়েবসাইট নষ্ট করে দিতে পারে।
আপনার সুরক্ষার কামনায়,
ITHostBD Cyber Security Department